মোঃ জাভেদ হাসান আক্তার, হরিণাকুন্ডু, ঝিনাইদহ।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। ১৬ মার্চ রবিবার দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার জোড়পুকুরিয়া মাঠের মধ্যে ইজিবাইক ও বাস মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস ও হরিণাকুণ্ডু থানা পুলিশ আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন,উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের রাজিত সোল্লার ছেলে সমীহ,রাজিত মোল্লাহ পিতা ইজাল,পার ফলসী গ্রামের বান্টুর ছেলে প্রান্ত পোলতাডাঙ্গা গ্রামের রজব আলী’র ছেলে আবু তালেব। এদের মধ্যে গুরুতর আহত আবু তালেব ও প্রান্তকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্র জানায়,আমরা ঘটনাটি শুনার সাথে সাথে স্পটে গিয়েছি এবং ১টি বাস ও ১টি ইজিবাইক থানা হেফাজতে নিয়ে এসেছি।
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার, ডাঃ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আহতরা দূর্ঘটনার পরে হাসপাতালে আসলে তাদেরকে গুরুত্বের সাথে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের অনুরোধের কারণে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি আহতরা বর্তমানে হরিণাকুণ্ডু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ওরা ভালো আছেন।