শাহনেওয়াজ হেলাল,কুষ্টিয়া:পাবনায় পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামীসহ নিহত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদা মাহজাবিন মৌ।শনিবার (০৫ এপ্রিল) সকাল দশটার দিকে নৌ পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন তার বাবা মানিকুজ্জামান মানিক।জানা যায়, শুক্রবার বিকেলে পাবনার সুজানগরে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় বেড়াতে যান মৌ ও তার স্বামী হৃদয় প্রামাণিক। এক পর্যায়ে মাঝ নদীতে পৌছালে পদ্মার ঢেউয়ে ডুবে যায় নৌকাটি। এসময় বাকিরা সাঁতরে তীরে পৌছতে পারলেও নিখোঁজ হন মৌ এবং তার স্বামী।নিহত মৌ -এর বাবা জানান, শুক্রবার বিকালে মৌ তার স্বামীসহ নদীতে বেড়াতে যায়। সন্ধ্যায় আমরা নৌকাডুবির খবর পাই। আজ সকাল দশটায় আমরা আমার মেয়ে আর তার স্বামীর মরদেহ খুঁজে পাই। এসময় নিজের নিহত মেয়ের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।