ইনছান আলী,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপায় পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৯ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউ এন ও স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম সিরাজুস সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল আহমেদ, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাবেক পৌরমেয়র খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল হোসেন মোল্লা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব উদযাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে বৈশাখী শোভাযাত্রা, লাঠিখেলা, ঝাপানখেলা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।