সাকিব হাসান (কুমারখালী):মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা। সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
১৪ এপ্রিল (সোমবার) উপজেলা বাঁশগ্রাম হাই স্কুল মাঠ প্রাঙ্গণে দিন ব্যাপি বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত আবহমান বাংলায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রথমবারের মত তাদের এই আয়োজন।বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগুলাট ইউনিয়ন বিনপির সার্চ কমিটির মেম্বার আসাদুজ্জামান হিরোন, নুরুজ্জামান আলো, সাইদুল ইসলাম, মুকুল হোসেন, শাহিনুজ্জামান পিন্টু, রহেল হোসেন সহ আরো অনেকে।
দিনব্যাপী এই বাংলা নববর্ষ আয়োজনে সকাল থেকে নানান কর্মসূচি পালন করে তারা। অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল গ্রামীন বিচিত্রাময় খেলাধুলা,উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী লাঠি খেলা, হাড়িভাঙ্গা, বালিশ খেলা, বালতিতে বল নিক্ষেপ ইত্যাদি।
প্রথমবারের মতো এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন বাগুলাট ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা ।